রোজার প্রথম থেকেই জমজমাট বরিশালের ইফতার বাজার
- আপডেট সময় : ০১:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
রোজার প্রথম দিন থেকেই জমজমাট বরিশালের ইফতার বাজার। ইফতারের বেশ আগেই নানা পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ক্রেতারাও যেন একটু আগেভাগে পছন্দের ইফতার কিনতে ঘর থেকে বেরিয়ে পড়েছেন। বরিশাল থেকে মজিবুর রহমানের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন নারায়ণ সাহা।
রোজার শুরু থেকেই নগরীর বিভিন্ন স্থানে আলুরচপ, বেগুনি, পিঁয়াজু, চিকেন চপ, ফিরনি, বোরহানি, চিকেন ফ্রাই, তেহারি, বুন্দিয়া, ছোলাবুট, জিলাপি, কাচ্চি বিরিয়ানি, হালিম, শাহি জর্দা, মুরগি মোসাল্লাম, খাসির রান, গরুর কালো ভুনা ও ঘোলসহ রকমারি ইফতারে ঠাসা বাজার। কলা, আনারস, পেয়ারা ও পেঁপেসহ মৌসুমী নান ফলে দোকানও বসেছিল নগরীর ফুটপাতজুড়ে।
গত বছরের তুলনায় ইফতারের দাম অনেক বেশি । ভোক্তা আইন আছে প্রয়োগ নেই-দাবি ক্ষুব্ধ ক্রেতাদের। নিত্যপণ্যসহ চিনি-তেলের দাম বেশি হওয়ায় দাম না বাড়িয়ে আকার ছোট করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা । আর দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের আহবান জানান ক্রেতারা।