রোজায় পণ্য সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ১১:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
রোজায় কোন পণ্য সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, ডলার সংকট কমলেই ফল আমদানিতে এলসি খোলার অনুমোদন দেয়া হবে। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, রোজা উপলক্ষে টিসিবি’র জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও আট হাজার টন মসুর ডাল কিনবে সরকার।
সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় রমজানকে কেন্দ্র করে খাদ্যপন্যের মজুদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, রমজানে টিসিবি’র জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও আট হাজার টন মসুর ডাল কেনার ক্রয় প্রস্তাব অনুমোদন দেয় সরকার। তিনি জানান তেল কিনতে ১৯৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা এবং মসুর ডাল কিনতে ৭৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় হবে।
এদিকে সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, ফলের দাম দিনদিন বাড়ছে। ডলার সংকট কমলেই ফল আমদানিতে এলসি খোলার অনুমোদন দেওয়া হবে।
টিসিবির পন্য দেয়া অব্যাহত থাকলে রমজানে কোনো পণ্য সংকট হবে না বলে আশ্বস্ত করেন টিপু মুনশি।