বিএনপির ৩ সংগঠনের রোড মার্চ কর্মসূচি ঘোষণা

- আপডেট সময় : ০৭:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৭৯ বার পড়া হয়েছে
আগামী রোববার ও সোমবার রোড মার্চ কর্মসূচি পালন করবে বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। প্রথম দিন রংপুর থেকে দিনাজপুর আর পরদিন বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত রোড মার্চ করবে তারা।
দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। রোড মার্চের সর্বশেষ প্রস্তুতি জানাতে যৌথ সংবাদ সম্মেলন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতারাও উপস্থিত ছিলেন। সালাহ উদ্দিন টুকু বলেন, ৪ কোটির বেশি তরুণ ভোটার গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতেই এ কর্মসূচি নেয়া হয়েছে। এমন কর্মসূচির মধ্য দিয়ে গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বাধা দেয়া হয়েছে। কিন্তু এসব করে রোড মার্চ কর্মসূচি বন্ধ করা যাবে না। সরকারি দলের পাল্টা কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও জানান সালাহ উদ্দিন টুকু।