রোহিঙ্গাদের কারণে কক্সবাজার এলাকায় পরিবেশ বিপর্যয়ে
- আপডেট সময় : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের কারণে কক্সবাজার এলাকায় পরিবেশ বিপর্যয়ের বিষয়টি স্পেনে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সফর ইতিবাচক ভুমিকা রাখবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পক্রিয়া তরান্বিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরবেন। আগামী ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী স্পেনের উদ্যেশে ঢাকা ত্যাগ করবেন এবং ২ ডিসেম্বর সম্মেলন শেষে ৩ ডিসেম্বর ঢাকায় ফিরবেন বলেও জানান ড. মোমেন।