রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ন প্রত্যাবাসনে সহায়তা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ন প্রত্যাবাসনে সহায়তা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সুরক্ষা বিষয়ক নবম মস্কো সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রায় ৪ বছর ধরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।ফলে বাংলাদেশের পাশাপাশি এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দেয়া হলেও এ অবস্থা অনির্দিষ্টকালের জন্য চলতে দেয়া যায় না। বাংলাদেশের সরকার প্রধান আরো বলেন, গণতান্ত্রিক ও শান্তি-প্রেমী দেশ হওয়ায় বাংলাদেশ শান্তিপূর্ণ উপায়ে সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে বিশ্বাসী। আর তাই এ বিষয়টি আলোচনার মাধ্যমেই সমাধান চায় বাংলাদেশ। বৈশ্বিক করোনা মহামারী মানুষের জীবনহানিই কেবল নয়, অর্থনীতিকে বাধাগ্রস্ত করেছে উল্লেখ করে এ সংকট সমাধানে জোটগত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।