রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাপান সহায়ক ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ নির্ভরযোগ্য বলে মনে করেন জাপানিরা। এমন তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজধানীতে এক সেমিনারে এ তথ্য দিয়ে প্রতিমন্ত্রী আরো জানান, প্রথমবারের মতো দুদেশের বাণিজ্য চার বিলিয়ন ডলার পৌঁছেছে। রোহিঙ্গা সংকট সমাধানে জাপানেরও ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও মনে করেন শাহরিয়ার আলম।
ঢাকাস্থ জাপানের দূতাবাসে জাপান-বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব: কূটনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক বিষয়ক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউট- পিএআরআই।
সভায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বয়িক বাস্তবতায় কৌশল গত অবস্থান তুলে ধরে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানো কথা বলেন বিশিষ্টজনেরা।
বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমোরি বলেন,ঢাকা- টোকিও ফ্লাইট সুবিধা আগামীতে দুইদেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে।
বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্প্রসারণ সম্ভাবনাময় বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে জাপান ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান শাহরিয়ার আলম।