রোহিঙ্গা ইস্যুকে মিয়ানমারের রাষ্ট্রীয় কার্যক্রমে অন্তর্ভুক্তির আহবান জাতিসংঘ মহাসচিবের
- আপডেট সময় : ০৯:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে রোহিঙ্গা ইস্যুকে রাষ্ট্রীয় কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য দেশটির সামরিক সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
তার দেয়া বিবৃতি উল্লেখ করে সংস্থার মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেন, রোহিঙ্গারা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ব্যাপক বৈষম্যের সম্মুখীন। গুতেরেস তাদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। মুখপাত্র আরো বলেন, মিয়ানমারে সংঘটিত সব ধরনের আন্তর্জাতিক অপরাধে জড়িত অপরাধীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। সামরিক বাহিনীর হাতে ক্ষমতা চলে যাওয়ার পর মিয়ানমারের মানবিক, মানবাধিকার এবং নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্টিফেন দুজারিখ। মিয়ানমারের সামরিক বাহিনীর অসহনীয় দমন-পীড়নের মুখে রোহিঙ্গারা ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে দল বেঁধে বাংলাদেশে আসতে শুরু করলে মানবিক কারণে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ।