রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ চার জনকে আটক
- আপডেট সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ চার জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি-আরসার ‘বাংলাদেশের প্রধান কমান্ডার’ও আছেন বলে জানিয়েছে রেব।
রেব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এ সাজ্জাদ হোসেন জানান, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উখিয়া উপজেলার ঘোনারপাড়া ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্পে অভিযান চালানো হয়। আটকরা হলেন- ঘোনারপাড়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ, কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আকিজ, বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ জোবায়ের এবং টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাবের হোসেন ওরফে মৌলভী সাবের।
রেব জানিয়েছে, আটকদের মধ্যে মাস্টার কলিম উল্লাহ আরসা’র বাংলাদেশের প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান ক্যাশিয়ার এবং মো. আকিজ আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী। অপর দুইজন আরসা’র সক্রিয় সদস্য। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযানের বিস্তারিত জানান হবে।