রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া শুরু
- আপডেট সময় : ০৮:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
সকালে কক্সবাজারের রামু সেনানিবাসের ৬টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রথমে উখিয়ার কুতুপালং ও পরে টেকনাফের নয়াপাড়ায় বেড়া দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, উত্তর-পূর্ব ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়াও নেই, সীমান্ত সড়কও নেই। তাই বর্তমান সরকার মিয়ানমার সীমান্তে ২৮৭ কিলোমিটার সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে এবং এটি চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান সেনা প্রধান। অনুষ্ঠানে রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাঈনউল্লাহ চৌধুরী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমলসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।