রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে ১৩ জন গুলিবিদ্ধসহ ৩৩ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে ১৩ জন গুলিবিদ্ধসহ ৩৩ জন হয়েছে।
গেল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ নীলা মোচনি রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লক এলাকায় চাঁদা আদায়কে কেন্দ্র অস্ত্রধারী দু’টি সন্ত্রাসী গ্রুপের সাথে গোলাগুলি হয়। এঘটনায় ১৩ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। পরে তাদের উদ্ধার করে নয়াপাড়া গণস্বাস্থ্য ক্লিনিকে নিলে ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ডাকাত দলের সদস্যরা সবাই জকির ও আমান উল্লাহ ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।