রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষে ৭জন নিহতের ঘটনার পর এখনো থমথমে অবস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায়-দফায় সংঘর্ষে ৭জন নিহতের ঘটনার পর এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
তবে গত তিনদিন ধরে রেব, পুলিশ, এপিবিএন এবং আনসার ব্যাটালিয়ন সদস্যদের নিয়ে গঠিত যৌথবাহিনী অভিযান শুরু করার পর উত্তপ্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠছে। এদিকে ক্যাম্পে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সহিংসতা সর্বত্র ছড়িয়ে পড়ার পর নির্যাতনের শিকার বেশ কিছু রোহিঙ্গা এখন নোয়াখালীর ভাসানচরে চলে যাওয়ার আগ্রহ দেখাচ্ছে। তারা বলছেন, বাংলাদেশ সরকার তাদের মানবিক আশ্রয় দিলেও ক্যাম্পের অভ্যন্তরে সৃষ্টি হওয়া জ্বালাও পোড়াওয়ের মধ্যদিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরাই সুন্দর পরিবেশকে অস্থির করে তুলেছে। তাই কিছুটা দুরে হলেও ভাসানচরে নতুন আশ্রয়ের সেই ঠিকানা-ই সবচে নিরাপদ হতে পারে বলে মনে করছেন রোহিঙ্গাদের একটি অংশ।