রোহিঙ্গা গণহত্যা মামলার গণশুনানি আবারো শুরু জাতিসংঘের সর্বোচ্চ আদালতে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মিয়ানমারে সংগঠিত রোহিঙ্গা গণহত্যা মামলার গণশুনানি আবারো শুরু হয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে। নেদারল্যান্ডসের দ্যা হেগ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে এ শুনানি চলবে ৩ দিন।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ ও জাতিগত নিধন চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০১৯ সালে এই মামলার ওপর প্রথমবার প্রাথমিক শুনানি হয়। সেখানে সুচি ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে, ২০২০ সালে আইসিজেতে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দলিল দাখিল করে। সেখানে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার নৃশংসতা দেখানো হয়। পরে, এ মামলায় চ্যালেঞ্জ জানায় মিয়ানমারের জান্তা সরকার। এবারের গণশুনানি হবে মূলত মিয়ানমারের ওই আপত্তির উপর।