রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোই হচ্ছে সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোই হচ্ছে সরকারের মূল লক্ষ্য। এজন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। অপরদিকে, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোহিঙ্গা সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, আইজিপিসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে করা এ বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী জানান, কাউকে জোর করে নয়, রোহিঙ্গাদের সম্মতিতেই তাদের ভাসানচরে নেওয়া হয়েছে। তবে রোহিঙ্গারা মাদক ব্যবসায় জড়িত থাকায় ক্যাম্পের নিরাপত্তার বিষয়টি প্রায়ই বিঘ্নিত হচ্ছে ।
প্রয়োজন ছাড়া ভাসানচরে উৎসুক জনতা যেতে পারবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গেল ১৪ ডিসেম্বর রোহিঙ্গা সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটি গঠন করে গেজেট জারি করে মন্ত্রিপরিষদি বিভাগ। স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বায়ক করে ১৭ সদস্যের এ কমিটি রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে।