রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর জন্য কমিউনিস্ট পার্টির সাহায্য চাইবে আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৮:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদেরকে নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর জন্য চাপ প্রয়োগ চীনের কমিউনিস্ট পার্টির সাহায্য চাইবে আওয়ামী লীগ। জানালেন দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। আরেক নেতা মোহাম্মদ নাসিম, রোহিঙ্গা সমস্যা সমাধানে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
মঙ্গলবার আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরুর নেতৃত্বে এই প্রতিনিধি দল চীনের উন্নয়ন কর্মসূচি পরিদর্শনসহ বিভিন্ন সেমিনারে অংশ নেবেন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চীন সফরের কর্মসূচি তুলে ধরেন আবদুল মতিন খসরু।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাপ সভাপতি সদ্য প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের স্মরনে শোকসভার আয়োজন করে ১৪দল। জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, রোহিঙ্গা ইস্যুকে অশুভ শক্তি তৎপর রয়েছে।
এদিকে জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যানে হুসেইন মুহম্মদ এরসাদের মৃত্যুতে শুন্য হওয়া রংপুর- ৩ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরন শুরু করেছে আওয়ামী লীগ। চলবে বুধবার বিকেল ৪টা পর্যন্ত।