র্যাব পরিচয়ে তিন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার

- আপডেট সময় : ০৬:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে র্যাবপরিচয়ে তিন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে চার অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস ও ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়, অপহৃত তিন ব্যবসায়ীকেও। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে রেব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান এসব তথ্য জানান। তিনি জানান, গতকাল রাতে বিভিন্ন এলাকা থেকে তিনজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে রেব।