রাজধানীর প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি,র্যাব-পুলিশের পাশাপাশি প্রস্তুত বিজিবি
- আপডেট সময় : ০১:২৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ২০৩৮ বার পড়া হয়েছে
নিজেদের পছন্দের জায়গায় সমাবেশ করতে আগ্রহী আওয়ামী লীগ ও বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজ এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে দুই দলকে।
সমাবেশ ঘিরে যে কোনো অনাহূত পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রেব-পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে প্রস্তুত বিজিবি। প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে রাজধানী জুড়ে। তৎপর থাকবে পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যরাও।
রাজধানীর প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। ঢাকাগামী বাস, মিনিবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হচ্ছে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম দেখা গেছে। পুলিশ জানায়, যে কোন নাশকতা প্রতিরোধে আমিনবাজার, বিরুলিয়া, মিরপুর সড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে চেক পোষ্ট বসানো হয়েছে। এসময় যানবাহনে তল্লাশির পাশাপাশি আগতদের পরিচয় নিশ্চিত করে গন্তব্যে যেতে দেয়া হচ্ছে।