র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৭ রোহিঙ্গা ডাকাতের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে রেবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৭ রোহিঙ্গা ডাকাতের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে।
এরা হলো, ডাকাত ফারুক, নুর হোসেন প্রকাশ নুরাইয়া, ইমরান ও ডাকাত আলী হোসেন। এরা সবাই টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অন্য ৩ জনের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। রোহিঙ্গাদের মরদেহগুলো সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে নেয়ার পর ময়না তদন্ত সম্পন্ন করে পুলিশ। এদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে রেব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, ইয়াবা ব্যবসা, ডাকাতি ও লুটপাট করে প্রচুর অর্থ সংগ্রহের মাধ্যমে বেশ কিছু রোহিঙ্গা দেশী-বিদেশী অবৈধ অস্ত্রের মজুদ গড়ে তুলেছে। এরা এখন সাধারণ রোহিঙ্গা এবং স্থানীয়দের কাছে মূর্তিমান আতঙ্ক। তারা রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন বাড়ি-ঘরে ডাকাতি করে আসছিল।