লকডাউনের ঘোষণায় পাটুরিয়াঘাটে অতিরিক্ত ছোট গাড়ির চাপ বেড়েছে
- আপডেট সময় : ০৮:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
১৪ এপ্রিল থেকে সবার্ত্বক লকডাউনের ঘোষণায় পাটুরিয়াঘাটে অতিরিক্ত ছোট গাড়ির চাপ বেড়েছে, বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।
লকডাউনের ঘোষণায় বরাবরের মত এবারও রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাগামী মানুষের চাপ বেড়েছে।অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিগত গাড়ি পার করায় প্রায় ৩শ’ পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় আটকা রয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানায়, লকডাউনের কারণে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও প্রাইভেটকার, মাইক্রোবাসের অতিরিক্ত চাপ রয়েছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রীও পারাপার হচ্ছে। ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে এসব ছোট গাড়ি পারাপার করা হচ্ছে।
এদিকে, লকডাউনের আশঙ্কায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে লকডাউনে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক হাজার যানবাহন।