লকডাউনের মধ্যেই সারাদেশে খুললো দোকানপাট ও শপিংমল
- আপডেট সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত কঠোর লকডাউনের ১২তম দিন থেকে শর্ত সাপেক্ষে সারাদেশে খুলেছে সব ধরনের দোকানপাট ও শপিংমল। দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় টানা ১১ দিন বন্ধ থাকার পর রাজশাহীতেও খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা হয়। এরই মধ্যে নগরীর আরডিএ মার্কেট ও নিউমার্কেটসহ বিভিন্ন শপিংমল খোলা থাকায় ভীড় জমাচ্ছেন ক্রেতারাও। তবে বিভাগ ও জেলাগুলোতে প্রথম দিনে ক্রেতাদের উপস্থিতি ছিল অনেকটাই কম।
ময়মনসিংহে শপিংমল খোলার প্রথম দিনে ক্রেতা-সমাগমের তেমন ভীড় লক্ষ করা যায়নি। সকালে নগরীর গাঙ্গিনার পাড়ের শপিংমলগুলো এক রকম ফাঁকাই ছিল।
সরকারি নির্দেশনা মেনে ও বিধিনিষেধ নিশ্চিত করে আজ রংপুর নগরীতে খুলেছে মার্কেট ও শপিং মল। জেলা পরিষদ সুপার মার্কেটসহ দোকানপাট গুলো খুলে দেয়ায় স্বস্তি ফিরেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মাঝে।
সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খুললেও ছিলোনা ক্রেতাদের ভীড়। বড় বড় শপিংমল গুলোতে টানেল বসানো হলেও ছোটখাটো মার্কেট ও শপিং মলে নেই এমন সুবিধা।
সিরাজগঞ্জে সকাল থেকেই খুলেছে সব ধরনের দোকান ও শপিংমল। ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে দোকান খোলার কথা থাকলেও অনেকে নির্ধারিত সময়ের আগেই খুলেছেন দোকান।
দিনাজপুর শহরের বাহাদুরবাজার মর্ডান মালদহপট্টি বিভিন্ন শপিং মল ও দোকান খুলেছে। তবে প্রথমদিনে ক্রেতার সংখ্যা অনেক কম বলে ব্যক্ত করেছেন দোকানিরা।
এদিকে, দোকানপাট খোলার সংবাদে ঝিনাইদহ শহরে সকাল থেকে বেড়েছে মানুষের উপস্থিতি। বিধিনিষেধ মেনে বেচাকেনার কথা থাকলেও ব্যবসায় প্রতিষ্ঠানে তা মানা হচ্ছে না।