লকডাউনের শিথিলতায় রাজধানীর শপিংমল-বিপনী-বিতানে উপচেপড়া ভিড়
- আপডেট সময় : ০৭:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
লকডাউনের শিথিলতায় উপচেপড়া ভিড় এখন রাজধানীর শপিংমল-বিপনী-বিতান ও সুপার মার্কেটগুলোতে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। পহেলা বৈশাখ আর ঈদ উৎসবকে সামনে রেখে ব্যাপক আয়োজন থাকলেও বর্তমান পরিস্থিতিতে অস্তিত্ব সংকটের শংঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। ঈদের আগ পর্যন্ত লকডাউন শিথিল করার দাবি তাদের।
এটি রাজধানীর গাউছিয়া ও নিউমার্কেটের চিত্র। একই চিত্র অধিকাংশ শপিংমল ও বিক্রয় কেন্দ্রেগুলোর। সর্বত্রই এমনই উপচেপড়া ভিড়। যেন কেনাকাটার প্রতিযোগিতায় নেমেছেন রাজধানীবাসী।
সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন আসার আগেই পহেলা বৈশাখ ও ঈদের আগাম কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা ছিলো চরমে।
করোনায় গেল বছরও উৎসব কেন্দ্রিক ব্যবসা করতে না পারায় এবারের দু’টি উৎসবকে ঘিরে ব্যপক প্রস্তুতি ছিলো ব্যবসায়ীদের। তবে চলমান পরিস্থিতি পাল্টে দিয়েছে সবকিছু। বেচা-বিক্রিতে প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশার কথা জানান তারা।
সর্বাত্মক লকডাউনের আর মাত্র দুই দিন বাকি। তবে লকডাউন নিয়ে দ্বিমত না থাকলেও আসন্ন আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগীতা কামনা ব্যবসায়ীদের।