লকডাউন শিথিলে দেশে করোনা সংক্রমণ আরো বেড়ে যাবার আশংকা : স্বাস্থ্য এডিজি
- আপডেট সময় : ০৮:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
লকডাউন শিথিলে দেশে করোনা সংক্রমণ আরো বেড়ে যাবার আশংকা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেছেন, বিধিনিষেধ ঠিকভাবে না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া ছাড়া বিকল্প থাকবে না। এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, লকডাউন নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় এর পরিপূর্ণ সুফল পাওয়া যাচ্ছে না। দেশের করোনা পরিস্থিতি, লকডাউন ও শিথিলতা নিয়ে একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন তারা।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে। প্রতিরোধে দেশজুড়ে শুরু হয় নানা বিধিনিষেধ। উর্ধ্বগতি অব্যাহত থাকায় ১৪এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ দিয়ে সাতদিনের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা দেয় সরকার।
করোনা সংক্রান্ত কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী, সরকার লকডাউনের সময় আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত দিলে দোকানপাট খুলে দেয়ার দাবি আসে ব্যবসায়ীদের পক্ষ থেকে। এরপর রোববার থেকেই শর্তসাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে করোনার বর্তমান পরিস্থিতির বিবেচনায় এটি ঠিক হয়নি জানিয়ে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, লকডাউন শিথিল করা হলেও ঝুঁকি এড়াতে বিধি নিষেধ না মানার বিকল্প নেই।
এদিকে, লকডাউন বাস্তবায়নে সরকারের গাফিলতি ও বৈষম্যের কথা উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের এমন পরিস্থিতিতে লকডাউন পুরোপুরি তুলে দেয়া ঠিক হবে না।
এছাড়া ঈদ সামনে রেখে গণপরিবহনে চলাচলে সবচেয়ে বেশি ঝুঁকি থাকবে বলেও জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞরা।