লক্ষ্মীনারায়ণপুরে অষ্টম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুরে অষ্টম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলো রাতে জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জড়িত সন্দেহে মূল আসামী গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।এর আগে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের তথ্য নিয়েই মূল আসামী ধরা পড়ে। সকালে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, নিহতের মরদেহ অর্ধনগ্ন অবস্থায় ওই বাড়ি থেকে উদ্ধার হলে ধর্ষণের অভিযোগ জানানো হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়া সদরের বিত্তিপাড়ায় গলায় ফাঁস ও পা বাধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে কৃষকরা ধান ক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান। মরদেহের গলা আর হাতে একই ধরনের রশি দিয়ে বাঁধা ছিলো। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি আননুন জায়েদ জানান, তাকে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। তবে কি-কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই আজিজ মন্ডলকে থানায় নেয়া হয়েছে। মরদেহ পাঠানো হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।