লক্ষ্মীপুরের পালের হাট বাজার এলাকায় ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের পালের হাট বাজার এলাকায় ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে।
সকালে উপজেলার পালেরহাট এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এরপরই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর থেকে রায়পুর উপজেলার কেরোয়া এলাকায় যাচ্ছিল দুই মামাতো-ফুপাতো বোন। তারা একটি স্কুলের ছাত্রী ছিল। তারা একটি মোটরসাইকেল করে পালেরহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায়। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই দুই ছাত্রী নিহত হয়।