লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার দেয়াল ধ্বসে দু’ ভাইসহ ৩ শ্রমিক নিহত হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার দেয়াল ধ্বসে দু’ ভাইসহ ৩ শ্রমিক নিহত হয়েছে। আর বগুড়ায় বিষাক্ত মদপানে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী আমীর হোসেনের ইটভাটায় কাজ করছিল এই শ্রমিকরা। হঠাৎ চিমনির পাশে অবস্থিত ভাটার দেয়াল ধ্বসে পড়ে ঘটনাস্থলেই বেলাল ও ফারুক নিহত হয়। এ সময় গুরুতর আহত ৯ শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত রাকিব পরে হাসপাতালে মারা যায়।
এদিকে, বগুড়ায় বিষাক্ত মদপানে আদম আলী নামের এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মদ পানের পর অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় হাসপাতালে ভর্তির পর রাতেই তার মৃত্যু হয়।