লক্ষ্মীপুরে যুবলীগের টিপু ও বাবর গ্রুপের মধ্যে সংঘর্ষ
- আপডেট সময় : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা ও আলাদা শোডাউনকে কেন্দ্র করে টিপু ও বাবর গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
জেলা যুবলীগের পদ পেতে ছাত্রলীগের সাবেক ডজন খানেক নেতা নিজেদের নাম ঘোষণা করেছেন। বর্ধিত সভা উপলক্ষে শহরে বিলবোর্ড, প্লেকার্ড, ব্যানার-ফেস্টুন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তারা। শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে সভার আয়োজন করেছে জেলা যুবলীগ। এ উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের বরণ করতে বেলা ১২টা থেকে পদ প্রত্যাশীরা নেতারা নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে আলাদাভাবে রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কসহ শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। এ সময় জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আবদুল্ল্যাহ আল নোমান নেতাদের বরণ করতে ওই সড়কে তাদের কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার পথে জেলা যুবলীগের শীর্ষ পদ প্রত্যাশী রুপম ও বাবর সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষ বাধে। এতে জেলা যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপু, পদ প্রত্যাশী নুরুল আজিম বাবর, হাশিমসহ ৫০ জন নেতাকর্মী আহত হয়।