লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৭ এপ্রিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামী ১৭ এপ্রিল থেকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা এ তথ্য দিচ্ছে। এদিকে ঈদে দুর্ঘটনা এড়াতে ১০ দিন বালুবাহী বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নৌ-পুলিশ।
২৭ থেকে ৩০ রমজানের টিকিট অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই টিকিট সংগ্রহ করতে পারবেন। এদিকে, লঞ্চের যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় ঈদযাত্রায় ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।চাহিদা থাকলে ঈদের কয়েক দিন স্পেশাল সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছে লঞ্চ মালিক সমিতি। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদরঘাট এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।