লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের বিষয়ে রিটের শুনানি কাল
- আপডেট সময় : ০২:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৭৫১ বার পড়া হয়েছে
লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি কাল। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ শুনানির জন্য এ দিন ঠিক করেন।
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় নৌ সচিব, বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিককে এ মামলায় বিবাদী করা হয়েছে। এ মামলায় রিটকারী আইনজীবী হলেন সৌমিত্র সরদার। দায়ের করা রিটে লঞ্চে অগ্নিনির্বাপন ব্যবস্থা কেন পর্যাপ্ত ছিলো না- সেই মর্মে একটি রুল চাওয়া হয়েছে। সেই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে চলমান সারাদেশে লঞ্চ, জাহাজের ফিটনেস, রুট পারমিট, লাইসেন্স ও নিরাপত্তা সামগ্রীর হালনাগাদ তথ্য চেয়েও আবেদন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অন্য রিটে বিচারবিভাগীয় তদন্ত চেয়ে এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় তারা কি কি পদক্ষেপ নিয়েছে সেটাও ১০ কার্যদিবসের মধ্যে সুপ্রিম কোর্টে জানাতে বলা হয়েছে।