লাইট হাউস স্কুল অব লার্নিং অ্যান্ড ডাইভারসিটিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বগুড়ার লাইট হাউস স্কুল অব লার্নিং অ্যান্ড ডাইভারসিটিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বিকেলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই ভিত্তি স্থাপন করেন। এ সময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মকবুল হোসেন জানান, স্কুল পর্যায়ে ক্রমান্বয়ে সব প্রতিষ্ঠানেই শহীদ মিনার করা হবে। ভাষা ও দেশবোধে জাগ্রত করতে এমন উদ্যোগের কথা জানান তিনি। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউসের প্রধান নির্বাহী মোহাম্মদ হারুন অর রশিদ ও পরিচালক ওয়াহিদা ইয়াসমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।