লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকান্ডে নিহতদের ক্ষতিপূরণের চেক হস্তান্তর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কেশরীতা এলাকার লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকান্ডে নিহত ১০ জনের পরিবারের সদস্যদের মাঝে এক লাখ টাকা করে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেছে কারখানা কর্তৃপক্ষ।
সকালে গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কারখানার হেড অব সেলস শফিকুর রহমান। এসময় নিহতদের প্রত্যেক পরিবারকে কারখানার কল্যাণ তহবিল থেকে আজীবন ১০ হাজার টাকা হারে মাসিক অনুদান দেয়ার ঘোষণা দেয়া হয়। গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোরিতা এলাকায় রুজা হাইটেকের লাক্সারী ফ্যান তৈরির কারখানায় গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। দ্বগ্ধ হন আরো ২ জন। দ্বগ্ধ ২ জনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।