লাগাতার আন্দোলন করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৬:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে লাগাতার আন্দোলন করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৩ দিনে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে ইতিহাস বিভাগসহ অন্য বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শ্লোগানে শ্লোগানে উত্তাল রয়েছে পুরো ক্যাম্পাস। লাগাতার আন্দোলনে বিশ্ববিদালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। চলমান আন্দোলন নিরাসনের জন্য ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ শাহজাহানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ইউজিসিতে গেছেন।
এদিকে, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ২য় শিফটের ক্লাসের দাবিতে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকাল ১১ টা থেকে ২য় শিফটের শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেয়। শিক্ষক সংকট ও ২য় শিফটের ক্লাসের জন্য শিক্ষকদের সম্মানি বন্ধ থাকার অজুহাতে জানুয়ারি থেকে দুই হাজার শিক্ষার্থীর ক্লাস বন্ধ রয়েছে।