লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে জিম্মি খেটে খাওয়া মানুষ
- আপডেট সময় : ০৩:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
আর মাত্র দুই দিন বাকি রমজানের। সারাদেশে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন ও মধ্য আয়ের মানুষ। ছোলা, চিনি, চাল, ডাল, তেল, পেঁয়াজ ও মুরগির মাংসসহ চড়া সব রকম নিত্যপণ্যের দাম। ব্যবসায়ীদের কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।
বিক্রেতারা জানায়, রমজানকে টার্গেট করে ব্যবসায়ীরা পণ্য মজুদ করায় বাজারে প্রভাব পড়েছে। এদিকে অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শঙ্কিত সাধারণ ক্রেতারা। নিত্যপণ্যের দাম বাড়লেও আয় বাড়েনি সাধারণ মানুষের। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। খেজুর ও ছোলার দাম গত কয়েকদিনে দ্বিগুণ বেড়েছে। অন্যদিকে মাছ-মাংস এখন স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। অস্থির মুরগির বাজার।
এদিকে..রমজান উপলক্ষ্যে ঢাকায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ৬৪০ টাকা কেজি গরু, ৯৪০ টাকা কেজিতে খাসির মাংস, ৩৪০ টাকা কেজি দরে ড্রেসড ব্রয়লার, ৮০ টাকা লিটারে দুধ এবং ৪০ টাকা হালি ডিম বিক্রয় করা হবে। কাল বিকাল ৩টায় কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।