লাদাখ সীমান্ত সফরে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
লাদাখ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই সেখানে সফরে গেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সকাল ৬ টার দিকে লাদাখ পরিদর্শনের জন্য রওনা দেন তিনি। চীনের সাথে চাপা উত্তেজনার মধ্যেই লাদাখের পরিস্থিতি জানতে সেখানে সফর করছেন রাজনাথ সিং।
লাদাখ ও জম্মু কাশ্মীরে দু’দিনের সফরে তার সঙ্গে রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। এদিকে, চীন সামান্য কিছু সেনা সরিয়ে নিলেও পূর্ব লাদাখে ফিঙ্গার পয়েন্টগুলো থেকে সম্পূর্ণভাবে সেনাদের সরিয়ে নিতে নারাজ তারা। তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজেদের দাবিতে অনড় নয়াদিল্লিও। তাই এই মুহূর্তে চীনা সেনাদের গতি প্রকৃতি বুঝে এখনই সেনা সরাতে চাইছে না কেন্দ্র।