“লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

- আপডেট সময় : ০২:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
আজ পবিত্র হজ্ব। “লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। ইসলামের পবিত্র এই ইবাদতে শামিল হতে হজযাত্রীরা বৃহস্পতিবার ইহরাম বেঁধে মিনায় রওনা হয়ে হজ্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন, যা শেষ হবে ১৩ জিলহজ শয়তানকে তৃতীয় দফা পাথর নিক্ষেপের মধ্য দিয়ে। আজ আরাফাত ময়দানে হজ্বের প্রধান আনুষ্ঠানিকতায় সমবেত হয়েছেন সারাবিশ্বের দশ লাখ মুসলিম। এ ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) দিয়েছিলেন বিদায় হজের ভাষণ।
বৈশ্বিক মহামারীর কারণে দু’বছর পর সীমিত আকারে অনুষ্ঠিত হবার পর আবারো বৃহৎ পরিসরে শুরু হলো পবিত্র হজ্ব। এবছর হজ্ব করার সুযোগ পাচ্ছেন বিশ্বের ১০ লাখ মুসলিম।
সকাল থেকে আরাফাতের ময়দানে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও একদিন আগেই হাজিরা মিনার তাঁবুতে পৌঁছান।
ইসলামী বিশেষজ্ঞরা জানান, ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে হজ্ব অতি গুরুত্বপূর্ণ ইবাদত– যা বাড়ায় বিশ্ব ভ্রাতৃত্ববোধ।
হজ্বের আনুষ্ঠানিকতায় সমবেত হয়ে আল্লাহর নৈকট্য অর্জনের পাশাপাশি বর্তমান বিশ্ব সংকটময় পরিস্থিতিতে মুসলিম উম্মাহকে ঐক্যের বন্ধন ও পারস্পারিক সহযোগিতা আরো দৃঢ় করার পরামর্শ ইসলামী বিশেষজ্ঞদের।
ইসলামের বিধান মোতাবেক, আরাফাত থেকে আবার মিনায় প্রত্যাবর্তনের পর পর্যায়ক্রমে শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশে পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে ১৩ জিলহজ্ব শেষ হবে হজ্বের আনুষ্ঠানিকতা।