লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
- আপডেট সময় : ০৭:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক, লা-শারিকা লাকা লাব্বাইক। হে পরম করুণাময় তোমার দরবারে বান্দা হাজির। এ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। হজের মুল আনুষ্ঠানিকতায় মহামারি থেকে মুক্তি, আত্মশুদ্ধি এবং পাপ মুক্তির দোয়া করা হয়। আরাফাতের খুতবায় বিশ্ব শান্তি কামনা করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ। জোর দেন মুসলিমদের বিনয়ী আচরণ এবং ঐক্যের ওপর। করোনার কারণে এবারও সীমিত পরিসরে হজ পালন হচ্ছে।
মহানবী হযরত মুহাম্মদ (স.) বিদায় হজের ভাষণের স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দানে খুতবার মাধ্যমে সোমবার দুপুরে শুরু হয় মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন হজের মূলপর্ব। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়।
আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা শুরু হয়। এ বছর খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা। চলতি বছরও পবিত্র হজের আরবি খুতবা অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও প্রচারিত হয়।
বান্দার বিন আবদুল আজিজ বালিলা খুতবার শুরুতে মহান আল্লাহতায়ালার প্রশংসা, রাসুলুল্লাহর (সা.) ওপর দরুদ পাঠ করেন। উপস্থিত হাজীদের সুস্থতা কামনা করেন। বিশ্ববাসীর জন্য দোয়া করেন।
শায়খ ড. বান্দার বালিলা বলেন, জাকাতের মাধ্যমে গরিব অসহায়দের ব্যাপক কল্যাণ সাধিত হয়। তাই সামর্থ্যবানদেরকে জাকাত আদায় করার আহ্বান জানান তিনি। জোর দেন মুসলিমদের ঐক্যের ওপর।
করোনাভাইরাস মহামারীর মধ্যে দ্বিতীয় হজও অনুষ্ঠিত হচ্ছে সীমিত পরিসরে। এবার সৌদি আরবে অবস্থান করা যেসব মুসলিম করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তাদের মধ্যে থেকে ৬০ হাজার জন পেয়েছেন ইসলাম ধর্মের পঞ্চম ফরজ, হজ করার সুযোগ।
আরাফাত থেকে মিনায় ফেরার পথে সন্ধ্যায় মুযদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়বেন মুসলমানরা। সেখানে রাতে থাকার সময় তারা পাথর সংগ্রহ করবেন, যা মিনার জামারায় শয়তানের উদ্দেশ্যে ছোড়া হবে। মঙ্গলবার সকালে মিনায় ফিরে সেই পাথর তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছুঁড়বেন। এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করে মাথা মুণ্ডন করবেন। সবশেষে কাবা শরিফে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।