লালবাগে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
লালবাগের বৌ বাজারের ৪নং গলিতে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস। এর আগে ফায়ার সার্ভিস শুক্রবার দুপুর ১২টা ৬ মিনিটে আগুন লাগার খবর পায়। এরপর বাহিনীর ১২টি ইউনিট দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। এদিকে ফায়ার সার্ভিসের উপপরিচালক শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, প্লাস্টিকের কারখানাটি টিনশেড ঘরে। সেখানেই আগুন লেগেছে। কারখানার ভেতর কেউ আটকা পড়েছেন কি না বা আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।