লালমনিরহাটের শমসের নগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৭২০ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসের নগর সীমান্তে বিএসএফের গুলিতে রেজাউল নামের এক বাংলাদেশী নিহত হয়েছে।
এসময় অপর আর এক বাংলাদেশী আহত হয়। সে পালিয়ে যেতে সক্ষম হয়। ভোরে উপজেলার শমসেরনগর সীমান্তের ৮৬১ সাব পিলারের নিকট এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রেজাউল ভারত থেকে গরু আনার সময় বিএসএফ’র গুলিতে মারা যায়। সকালে স্থানীয়রা ওই সীমান্তের ভারতের অভ্যন্তরে রেজাউলের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় বিজিবিকে খবর দেয়। এ ব্যাপারে রংপুর ৬১ বিজিবির অধিনায়ক জানান, বিষয়টিতে তদন্ত চলছে।