লালমনিরহাটের সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আপডেট সময় : ০৫:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
লালমনিরহাটের বুড়িমারী শ্রীরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় চ্যাংরাবান্ধা এলাকায়।
ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার ইউনুস মিয়া ও নীলফামারীর ডিমলা উপজেলার সাগর চন্দ্র রায়। রংপুর ৬১ বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানী কমান্ডার জানান, ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৩ ও ৪ নম্বর সাব পিলারের কাছ দিয়ে বাংলাদেশি ৭ থেকে ৮ জনের গরু পারাপারকারীদের একটি দল গরু আনতে সীমান্ত পর হয়ে গেলে ভারতীয় ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়ন ও জলপাইগুড়ি সেক্টরের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে বুলবুল ইউনুছ আলী ও সাগর চন্দ্র ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মরদেহ ফেরত চেয়ে পতাকা বৈঠক আহবান করেছে ৬১ বিজিবি।