লালমনিরহাটে তিস্তার ৪৪ জলকপাট উন্মুক্ত
- আপডেট সময় : ০৪:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
সারাদেশে শুরু হয়েছে আষাঢ়ের টানা বর্ষণ। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। আর পাহাড়ি ঢলে ও ভারী বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ছে তিস্তা নদীর পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, বাগেরহাটে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মোংলা বন্দরে জারি করা হয়েছে ৩নং সতর্ক সংকেত।
দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। একই সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারে রয়েছে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস। নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রামে ৪৮ ঘন্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় নদী ও সাগরে জোয়ার থাকায় তৈরি হয় জলাবদ্ধতা। সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবস ও এইচএসসি পরীক্ষা হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও ভারী বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সকাল ৮টায় তিস্তার পানির প্রবাহ ছিলো ৫১ দশমিক ৮৪ সেন্টিমিটার।
একটানা বর্ষণে বাগেরহাটে হাঁটু পানিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। জনজীবন বিপর্যস্ত।বৃষ্টিতে বিপাকে পড়েছে স্থানীয়রা, দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। মোংলা আবহাওয়া অফিস বন্দরে ৩নং সতর্ক সংকেত জারি করেছে।