লালমনিরহাটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যের যাবজ্জীবন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
লালমনিরহাটে অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড ও ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। পাটগ্রাম উপজেলার ফজলে রাব্বি, মো:শাহিন ও কালীগঞ্জ উপজেলার হাসান মাহমুদকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। ২০১৬ সালের ২ আগষ্ট রেবের টহল দল পাটগ্রামে জেএমবির গোপন বৈঠক থেকে ওই তিন জঙ্গিকে অস্ত্রসহ আটক করে। পরে, অস্ত্র আইনে মামলা হয় থানায়। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে ৬ জনকে।