লালমনিরহাটে সবার জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে দুর্নীতি
- আপডেট সময় : ০৫:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
লালমনিরহাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় সবার জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের নলকূপ বসানোর কাজে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়মের বাইরে সুবিধাভোগীদের নিকট আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে দায়সারা কাজ সম্পন্ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।এতে করে ভেস্তে যেতে বসেছে সরকারের জনকল্যাণমূলক বিশুদ্ধ পানির এই প্রকল্প।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে নিরাপদ পানি সরবরাহে ২০৮টি অগভীর নলকূপ বসানোর কাজ শুরু করে বগুড়া বোরিং পাইপ এন্ড কনস্ট্রাকশন। ঠিকাদারি প্রতিষ্ঠানটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দরপত্র অনুযায়ী প্রতিটি নলকূপের বিপরীতে বরাদ্দ পায় ২৬ হাজার ১ শত ৬১ টাকা। দরপত্র অনুযায়ী আর্সেনিক এবং আয়রন মুক্ত পানির জন্য ১৮০ ফুট গভীরতায় যাওয়ার কথা থাকলেও বোরিং হয়েছে ১৫০ ফুট। এতে নলকূপ থেকে আয়রনযুক্ত পানি উঠে আসছে।
অন্যদিকে, নিয়ম অনুযায়ী সুবিধাভোগীরা প্রতিটা নলকূপের বিপরীতে ট্রেজারি চালানের মাধ্যমে সহায়ক চাঁদা হিসেবে পনেরশো টাকার পরিবর্তে নেয়া হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। সেই সাথে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এতে করে ক্ষুদ্ধ সুবিধাভোগীরা।
নিম্নমানের কাজ এবং পানিতে আয়রন থাকলে বিল পাবে না ঠিকাদারি প্রতিষ্ঠান এমনটাই জানালেন নির্বাহী প্রকৌশলী।
নিরাপদ পানি প্রকল্পের সুবিধা নিশ্চিতে তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার প্রত্যাশা ব্যবহারকারীদের।