লা লিগার সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে পেয়েছে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
লা লিগার সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও সুসংহত করলো রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই হতাশ হতে হয় স্বাগতিক সমর্থকদের। দৃষ্টিনন্দন হেডে সেভিয়াকে লিড এনে দেন রাফা মির। এরপর তার আরও একটি প্রচেষ্টা রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। ৩১ মিনিটে লুকাস ওকাম্পোসের শট ক্রসবারে প্রতিহত হয়। পরের মিনিটেই রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান করিম বেনজেমা। বিরতির পর ভিনিসিয়াস- ডেভিড আলাবারা নষ্ট করেন বেশ কিছু সুযোগ। তবে শেষ দিকে জোরালো এক শটে গ্যালাক্টিকোদের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস। এই জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো রিয়াল।