সব লিখিত পরীক্ষা শেষে এসএসসি ও সমমান স্থগিত পরীক্ষার তারিখ নির্ধারণ : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১৮৬৪ বার পড়া হয়েছে
সব লিখিত পরীক্ষা শেষ হলেই ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সকালে রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সব লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে। এরপর যে পরীক্ষাগুলো স্থগিত আছে সেগুলোর সময়-তারিখ জানিয়ে দেয়া হবে। দেশের সব কটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের গতকালের পরীক্ষা স্থগিত করা হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও যশোর শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৫ মের পরীক্ষা স্থগিত থাকবে। ১৫ মের পরীক্ষার প্রশ্নপত্র সব বোর্ডে অভিন্ন হওয়ায় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।