লিগ শিরোপায় টিকে থাকতে আজ মাঠে নামছে লিভারপুল
- আপডেট সময় : ০৯:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
চলতি মৌসুমের শেষ দিকে এসে হিসেবের অংকটা কঠিণ করে তুললো লিভারপুল। ভাটা পড়তে যাচ্ছে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে চার শিরোপা জয়ের স্বপ্ন। তবে, আশা ছাড়তে নারাজ দলটির কোচ ইয়্যুর্গেন ক্লপ। এখনো লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি। রাত ১টায় অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে লিভারপুল।
চলতি মৌসুমে যেন শ্বাস ফেলার সুযোগ নেই লিভারপুলের। প্রতিটা ম্যাচের আগেই বাড়তি চাপ, পা হরকালেই বিপদ। যে চাপ এখন আরও বাড়িয়ে দিয়েছে শিরোপার আরেক দাবিদার ম্যানচেস্টার সিটি। শেষ ম্যাচে নিউক্যাসলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে।
মৌসুমে চার শিরোপা জয়ের স্বপ্নে বিভোর লিভারপুলও হিসেবের অংকটা কঠিন তুলেছে শেষ ম্যাচ। টটেনহামের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে এখন দোলাচলে অলরেডদের লিগ শিরোপা। শঙ্কা ছিলো পয়েন্ট শীর্ষস্থান হারানোর, শেষ পর্যন্ত হয়েছেও তাই। ৩ পয়েন্টের ব্যবধানে এখন অনেকটাই নির্ভার ম্যান সিটি।
এমন বাস্তবতায় রাতে মাঠে নামছে ক্লপের দল। প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। যেখানে জয়ের পাশাপাশি চোখ রাখেত হবে ম্যান সিটির ম্যাচের দিকেও। প্রার্থনা থাকবে অনন্ত চার পয়েন্ট হারানোর। গুরুত্বপূর্ন ম্যাচে ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় অলরেড তারকা রবার্তো ফিরমিনো।
কঠিন সমীকরণ অথচ আশা ছাড়তে নারাজ লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপ। এখনো লিগ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর অলরেড বস।
পেছনের বিষয় নিয়ে ভাবতে চাই না। এখন তিন ম্যাচ বাকি আছে। সে ম্যাচগুলোতে জয় বের করে আনার লক্ষ্য থাকবে। আশা করবো পুরো দল নিজেদের সেরা খেলাটা উপহার দিবে।
চলতি মৌসুমে আগেই লিগ কাপ ঘরে তুলেছে লিভারপুল। নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের ফাইনাল। সেই সঙ্গে লিগ শিরোপা জয়ে রেসে থাকা প্রথম ইংলিশ ক্লাব হিসেবে চার ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে ক্লপের দল। তবে, শেষ ম্যাচে পয়েন্ট হারানো আর ম্যান সিটির জয়ে সেই স্বপ্নে ভাটা পড়েছে লিভারপুলের।