লিফট কেনার নামে তুরস্ক সফরে যাচ্ছেন পাবিপ্রবি প্রতিনিধি দল
- আপডেট সময় : ০১:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
তুরস্কে সফরে যাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। লিফট কেনার নামে, এই সফরে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা। এ ঘটনায় জেলা জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে নিয়মতান্ত্রিকভাবেই সফরের আয়োজন বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
কাডেমিক ভবন, ছাত্র ছাত্রীদের আবাসিক হলসহ পাঁচটি আধুনিক ভবনে নির্মান কাজ চলছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। নির্মানাধীন ভবনগুলোর জন্য কেনা হবে ২৫টি লিফট। আর সেই লিফট কেনাকাটা ও তদারকির নামে, বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল যাচ্ছে তুরস্কে। ৬ সদস্যের প্রতিনিধি দলের প্রধান উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল খান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন বিদেশ সফরকে জনগণের সাথে প্রতারণার সামিল বলে মনে করছেন পাবনার সচেতন মহল।
নিয়মতান্ত্রিকভাবেই সফরের আয়োজন করা হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
৯ মে তুরস্ক সফরের কথা থাকলেও পরবর্তীতে সময় সুচী পিছিয়ে পুনরায় আগামী ৬ জুন সফরের দিন ধার্য করা হয়।