লিবিয়াতে সেনাবাহিনী ও মিলিশিয়াদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ : লড়াই বন্ধের আহ্বান জাতিসংঘের
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
লিবিয়ার রাজধানী ত্রিপলিতে সেনাবাহিনী ও সরকারবিরোধী মিলিশিয়াদের মধ্যে এক দিনের প্রাণঘাতী সংঘর্ষের পর, লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
ত্রিপলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লড়াইয়ে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪০ জনের বেশি। রাজধানীর বিভিন্ন এলাকায় গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরজুড়ে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। জরুরি সেবায় নিয়োজিত সংস্থাগুলো জানিয়েছে, বেশ কয়েকটি হাসপাতালেও আক্রমণ করা হয়েছে। হামলায় ছয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষ চলাকালে অ্যাম্বুলেন্সগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছতে পারেনি। আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বেসামরিক জনবহুল এলাকায়ে নির্বিচারে মাঝারি এবং ভারী গোলাবর্ষণ হয়েছে বলে জানিয়েছে লিবিয়াতে জাতিসংঘ মিশন।