লিবিয়ার এক মরুভূমি থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
উদ্ধারকর্মীদের ধারণা পানির অভাবে তাদের মৃত্যু হয়েছে।
আফ্রিকার দেশ চাদের সীমান্ত এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
মরুভূমি দিয়ে যাওয়ার সময় এক ট্রাক ড্রাইভার মরদেহ দেখতে পান।
কুফরা অ্যাম্বুলেন্সের প্রধান ইব্রাহিম বেলহাসান জানিয়েছেন, তারা প্রায় ১৪ দিন আগে মরুভূমিতে মারা গেছেন।
লিবিয়ার কম জনবহুল ওই অঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে দেখা যায়। এ নিয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে একটি পিকআপ ট্রাকের কাছে মরুভূমির বালিতে পচনশীল মৃতদেহগুলো দেখা যাচ্ছে। মৃতদের মধ্যে দুইজন লিবিয়ার নাগরিক। ধারণা করা হচ্ছে, বাকিরা চাদের অভিবাসনপ্রত্যাশী। গতকাল একটি পিকআপ ট্রাকে এসব মরদেহের ছবি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস।