লেস্টারকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ইংলিশ লিগ শিরোপার আরও কাছে ম্যানচেস্টার সিটি। লেস্টারকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলের জয় লিভারপুলের। তবে হোচট খেয়েছে চেলসি। ওয়েস্ট ব্রমের কাছে ৫-২ গোলের হারে, থমাস টাচেলের অধীনে টানা ১৪ ম্যাচ পর পরাজয়ের অভিজ্ঞতা হলো ব্লুদের। এদিকে, স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে পেছনে ফেলে টেবিলের দুইয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। এইবারের বিপক্ষে জয় ২-০ গোলে।
অবশেষে মাটিতে নামলো চেলসি। থমাস টাচেল দায়িত্ব নেয়ার পর টানা ১৪ ম্যাচ অপরাজেয় থাকার পর হারের তৃক্ত স্বাদ পেলো ব্লুজরা। তবে, হার ছাপিয়ে আলোচনায় প্রতিপক্ষ। টেবিলের ১৯তম দলের সাথেই বড় ব্যবধানে পরাজয় টাচেল শীষ্যদের। তাও আবার স্ট্যামফোর্ড ব্রিজে।
২০১১ সালের পর হোম ম্যাচে ৫ গোল হজম করল চেলসি। ২৭ মিনিটে পুলিসিচের গোলে এগিয়েও গিয়েছিল ব্লুজ। দু মিনিট পর থিয়াদো সিলভা লাল কার্ড দেখার পর যেন পাল্টে যায় দৃশ্যপট। শেষ পর্যন্ত স্বাগতিকদের হার ৫-২ গোলে। তবে, টেবিলের চারে চেলসি।
চেলসির বিধ্বস্ত হওয়ার রাতে জিতেছে ম্যান সিটি। কিং পাওয়ার স্টেডিয়ামে ৫৮ মিনিটে ডেডলক ভাঙেন মেন্ডি।৭৪ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে লেস্টারের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির। লিগে টানা ৯ অ্যাওয়ে ম্যাচ জয় টেবিলের শীর্ষ দলটির।
৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট সিটিজেনদের। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইডে দুই ম্যাচ কম খেলে পিছিয়ে ১৭ পয়েন্ট।
আর্সেনালকে হারিয়ে অন্তত টেবিলের চারে থেকে লিগ শেষ করার স্বপ্ন টিকিয়ে রাখল লিভারপুল। এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে অলরেডদের জয়ের নায়ক দিয়োগো জোতা। মাঝে এক গোল করেন মোহামেদ সালাহ। চারের স্বপ্ন টিকে রইলেও আপাতত টেবিলের পাঁচে চ্যাম্পিয়নরা।
এদিকে, স্প্যানিশ লিগে আবার টেবিলে দুইয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। হোম ম্যাচে অ্যাসেনসিওর গোলে প্রথমার্থে লিড পায় জিদান শিষ্যরা। আর ৭৩ মিনিটে বেনজেমার গোলে নিশ্চিত হয় জয়। ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে বার্সেলোনা।