লোকবলের অভাবে দীর্ঘদিন বন্ধ জামালপুরের ১০টি রেলস্টেশন
- আপডেট সময় : ০৩:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
প্রয়োজনীয় লোকবলের অভাবে দীর্ঘদিন বন্ধ জামালপুরের ১০টি রেলস্টেশন। ট্রেনের সিগনাল ও লাইন ক্লিয়ার না থাকায় সারাক্ষণ দুর্ঘটনার শঙ্কায় থাকে যাত্রীরা। ট্রেনের খবর জানা ও টিকিট কাটতে না পেরে ভোগান্তির শেষ নেই তাদের। এছাড়া, মালামাল বুকিং করতে না পারায় সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
জামালপুরে ১০৮ কিলোমিটার রেলপথে স্টেশন রয়েছে ১৯টি। এর মধ্যে ইসলামপুরের মোশারফগঞ্জ ও দুরমুঠো স্টেশন ৯ বছর, জামালপুর কোর্ট স্টেশন ৭ বছর, সরিষাবাড়ির বাউশি ও সদরে কালিবাড়ি স্টেশন ৮ বছর ধরে বন্ধ। প্রত্যেক স্টেশনে ১ জন স্টেশন মাস্টার ও সহকারি স্টেশন মাস্টার এবং ৪ জন করে পয়েন্টসম্যানে লোকবল না থাকায় ঘটছে ট্রেনের শিডিউল বিপর্যয়।
ট্রেনের সিগনাল ও লাইন ক্লিয়ার দেওয়া, ট্রেনের খবর ও টিকিট কাটতে না পারা ও মালামাল বুকিং করতে না পারায় যাত্রী ও ব্যবসায়ীরা পড়েছেন দুর্ভোগে।
শিগগিরই জনবল নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের কথা জানান রেলওয়ের এই কর্মকর্তা।
বড় দুর্ঘটনা এড়ানোসহ যাত্রীদের দূর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ আরো আন্তরিক হবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর।