ঝিনাইদহে ল্যাম্পিস্কিন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অনেক গরু
- আপডেট সময় : ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ব্যাপকভাবে দেখা দিয়েছে গরুর প্রাণঘাতী সংক্রামক রোগ লাম্পি স্কিন ডিজিজ। জেলার ৬ উপজেলায় এ রোগ ছড়ালেও শৈলকুপা ও সদর উপজেলায় অবস্থা ভয়াবহ। ইতোমধ্যে মারা গেছে অনেক গরু। এতে খামারি ও কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। খামারিদের সচেতন করার পাশাপাশি ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ ।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের খামারী শুকুর আলী। গরু লালন-পালন করেই চলে সংসার। ছোট খামারে ছিলো ৮টি উন্নত জাতের গরু। এক মাসের মধ্যে ল্যাম্পিস্কিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৬ টি। বাকি দু’টির অবস্থও আশঙ্কাজনক। লাখ লাখ টাকার গরুর মারা যাওয়ায় সর্বশান্ত হয়ে পড়েছেন এই খামারী।
একইভাবে উপজেলার ষষ্টিবর, বিজুলিয়া, হাবিবপুরসহ বিভিন্ন গ্রামে অন্তত শতাধিক গরু মারা গেছে। খামারীরা জানান, প্রথমে গরুর গা গরম হয়। তারপর শরীরজুড়ে ছোট ছোট মাংসপিন্ডের মতো ফুলে ওঠে। অনেকটা পক্সের মতো। কিছুদিন পর সেগুলো ফেটে রক্ত বের হয়। এ সময় গরু খাবার না খাওয়ায় রোগা হতে শুরু করে। স্থানীয়ভাবে চিকিৎসা দিলেও কোনো সুফল পাচ্ছে না তারা। এমনকি প্রাণী সম্পদক অফিস থেকে কোন সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের।
তবে প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, নিয়মিত খামারীদের উঠান বৈঠকের মাধ্যমে সচেতন করার পাশাপাশি ভ্যাকসিনেশন কার্যক্রম চালু রেখেছেন তারা।
প্রাণিসম্পদ বিভাগের হিসেবে, ‘লাম্পি স্কিন ডিজিজ’ এ এখন পর্যন্ত জেলার অন্তত ১০ হাজার গরু আক্রান্ত হয়েছে। যার মধ্যে মারা গেছে দেড় শতাধিক।