শক্তি হারিয়ে অশনি আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
শক্তি হারিয়ে অশনি আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি উপকূলের কাছে গেলেও স্থলভাগে প্রবেশ করবে না। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হবে।
সেই সঙ্গে উত্তাল থাকবে সমুদ্র ।পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হবে ভারী বৃষ্টি। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, শেষ কয়েক ঘণ্টায় পশ্চিম-মধ্য বঙ্গোসাগরের ওপর অবস্থিত অশনি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। শক্তি হারিয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। সন্ধ্যার মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে অশনি। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামীকাল সকালের মধ্যে পরিণত হবে গভীর নিম্নচাপে।